মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 13, 2025 9:44 PM

printer

রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে বাংলা ছবির দৈনন্দিন প্রদর্শন বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।

রাজ্যের সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে বাংলা ছবির দৈনন্দিন প্রদর্শন বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।  তথ্য ও সংস্কৃতি দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সব সিনেমা হল, মাল্টিপ্লেক্সের প্রতিটি স্ক্রিনে বছরে ৩৬৫ দিনই অন্তত একটি প্রাইম টাইম শোতে বাংলা ছবি দেখাতেই হবে। প্রাইম টাইম হিসেবে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত সময়কে নির্ধারণ করা হয়েছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে।

       বাংলা চলচ্চিত্র শিল্পকে উৎসাহিত করতে ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বরের পূর্ববর্তী নির্দেশিকা বাতিল করে এই নতুন বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। প্রয়োজন হলে ১৯৫৬ সালের West Bengal Cinemas (Regulation of Public Exhibitions) Rules-এ সংশোধন আনা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।