August 17, 2025 9:08 AM

printer

রাজ্যের সব কৃষকদের ফসল বীমার আওতায় আনার দাবী জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

রাজ্যের সব কৃষকদের ফসল বীমার আওতায় আনার দাবী জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি চিঠি দিয়েছেন বলে অধীর বাবু জানিয়েছেন। ওই চিঠিতে রাজ্যের বন্যাকবলিত এলাকার কৃষকদের দুরবস্থার কথা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অধীর বাবু। এ ব্যাপারে রাজ্য সরকারের তরফেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।