মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 22, 2025 6:23 PM

printer

রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন শিক্ষা কেন্দ্রগুলির শিক্ষক অশিক্ষক কর্মচারীদের অবসরের বয়স এবং অবসরকালীন সুযোগ-সুবিধা বাড়ানো হল

রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের অধীন মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের অবসরের বয়স এবং অবসরকালীন সুযোগ-সুবিধা বাড়লো। তারা এখন থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন।  অবসরের এককালীন সময় এককালীন ভাতা হিসেবে অনুদান তিন লক্ষ টাকা থেকে  বাড়িয়ে করা পাঁচ লক্ষ  টাকা করা হয়েছে।  এই মর্মে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। গত বছরের পয়লা এপ্রিল থেকে তাদের জন্য এই সুবিধা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছর লোকসভা ভোটের আগে ক্যাজুয়াল, দৈনিক ভাতা, চুক্তিভিত্তিক কর্মীদের চাকরির বয়স এবং ভাতা বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার।