রাজ্যের বিভিন্ন জেলায় বিদ্যালয়ে বেআইনি নিয়োগ নিয়ে সিআইডি ও রাজ্যের কাছে ফের রিপোর্ট তলব করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ৯ জুনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৩ জুন।
উল্লেখ্য, কর্মশিক্ষার চাকরি প্রার্থী সোমা রায়ের দায়ের করা মামলায় রাজ্যের স্কুলগুলিতে অবৈধভাবে নিযুক্তদের খুঁজে বের করতে যে তিন সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট, সেই কমিটি নতুন করে কিছু খুঁজে পেল কিনা তা রিপোর্টে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু।
যদিও এদিন রাজ্যের তরফে আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিক জানান, বে-আইনি ভাবে নিযুক্ত হিসাবে চারজনকে চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও রিপোর্টে উল্লেখ করতে হবে।
এদিকে, যোগ্য তালিকায় নাম না থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীদের সঙ্গে আজ বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বুস।