মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 25, 2025 11:06 AM

printer

রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির মধ্যেই বজ্রপাতে অন্ততঃ ১৯’ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির মধ্যেই বজ্রপাতে অন্ততঃ ১৯’ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বাজ পড়ে অন্ততঃ ৯’জনের মৃত্যু  হয়েছে। ওন্দায় চার জন, কোতুলপুর, ইন্দাস, বাঁকুড়া শহর, পাত্রশায়র এবং জয়পুর থানা এলাকায় বজ্রপাতে একজন করে প্রাণ হারিয়েছেন।      

এদিকে, পূর্ব বর্ধমানে বাজ পড়ে ৬’ জনের মৃত্যু হয়েছে। আহত চার জন।   জেলার মাধবডিহিতে গতকাল দুপুরে বজ্রাঘাতে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। সনাতন পাত্র নামে বছর ষাটের ওই ব্যক্তি মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন। পাশাপাশি আউশগ্রামে বজ্রাঘাতে সঞ্জয় হেমব্রম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনিও জমিতে কাজ করছিলেন বলে জানা গেছে। এছাড়াও ভেদিয়ায় রবিন টুডু নামে এক যুবক ধান রোয়ার সময় বজ্রাঘাতে প্রাণ হারান। মঙ্গলকোটের চানক কৃষ্ণপুরে বুড়ো মাড্ডি নামে এক কৃষকের মৃত্যু হয়।  

পশ্চিম মেদিনীপুরে বজ্রপাত-জনিত দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।  চন্দ্রকোণা থানার লাহিরগঞ্জ গ্রামে লক্ষীকান্ত পান নামে এক ব্যক্তির বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। তিনিও জমিতে কাজ করছিলেন। অন্যদিকে, জেলার দাঁতনের সড়ং গ্রামে গতকাল বিকেলে বজ্রপাতের শব্দে যতিন মাইতি নামে এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।  

পুরুলিয়ার ঝালদার গুরিডি গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে সুমিত্রা মাহাতো নামে এক মহিলার মৃত্যু হয়েছে। 

বাজ পড়ে মৃত্যুর খবর মিলেছে উত্তরবঙ্গেও। ধানের চারাবীজ তোলার করার সময় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের ভগবতীপুরে কমল সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।