May 17, 2025 11:20 AM

printer

রাজ্যের প্রায় সর্বত্রই আজ থেকে পরবর্তী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজ্যের প্রায় সর্বত্রই আজ থেকে পরবর্তী চার-পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত উত্তরবঙ্গ সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অক্ষরেখার বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা প্রায় আড়াই ডিগ্রী বেশি।
এদিকে, সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তায় জল বাড়ছে। পাহাড়ি এলাকায় ধ্বস নেমে রাস্তা বন্ধ। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।