মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 2, 2025 2:18 PM

printer

রাজ্যের প্রায় সব জেলাতেই সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে – জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর

নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে  রাজ্যের প্রায় সব জেলাতেই সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয়  প্রধান ডক্টর সোমনাথ দত্ত।  

      এদিকে, উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আজ’ও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

     কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের দর্জি পাড়ার সুলিস মোড় এলাকায় হঠাৎই প্রায় ২৫ থেকে ৩০ ফুট অংশজুড়ে রাস্তায় ধ্বস নেমেছে । এর ফলে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে ওই এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের।

     মালদার মথুরাপুরে ফুলহার নদী ভাঙনে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল থেকে শঙ্কর টোলা, পাঠান পড়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। কয়েকশো মিটার এলাকা ইতিমধ্যে নদী গর্ভে চলে গেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।