রাজ্যের প্রায় সব জেলাতেই ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ দশমিক ৪ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা।
আগামী একসপ্তাহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশ করায় এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনি – রবিবার উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডঃ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।