রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী , প্রবীণ কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের আজ প্রথম প্রয়াণ বার্ষিকী। সিপিআইএম এর পক্ষ থেকে তাঁর স্মৃতিতে রাজ্যে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
সিপিআই(এম) রাজ্য সদর দপ্তর মুজফফর আহমেদ ভবনে এই উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন আগামী ১২ সেপ্টেম্বর সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিরও প্রয়াণ দিবস। তাই আজ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আজ থেকে রাজ্য জুড়ে হবে আলোচনা সভা, প্রবন্ধ প্রতিযোগিতা।
১২ সেপ্টেম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের পুরষ্কৃত করা হবে।