December 2, 2025 8:09 AM

printer

রাজ্যের দুহাজারের বেশি বুথে একশ শতাংশ এনুমারেশন ফর্ম জমা পড়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।

রাজ্যের দুহাজারের বেশি বুথে একশ শতাংশ এনুমারেশন ফর্ম জমা পড়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে।

কমিশন সূত্রে জানা গেছে রাজ্যের মোট ২ হাজার ২০৮টি বুথে একটিও ‘আনকলেক্টেবল’ এনুমারেশন ফর্ম  পাওয়া যায়নি। এই সব বুথের এনিউমারেশন ফর্ম সম্পর্কিত রিপোর্ট আজ সকাল ১০টার মধ্যে জমা দিতে হবে। ওই রিপোর্টে সংশ্লিষ্ট বুথগুলির ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও)-এর সই থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, সেই রিপোর্ট ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (ডিইও)-দের কাউন্টার সিগনেচার করেও জমা দিতে হবে।

বিজেপি অভিযোগ করেছে যে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কিছু ব্লক উন্নয়ন কর্মকর্তা বিএলওদের তাদের ওটিপি শেয়ার করার জন্য চাপ দিচ্ছেন যাতে মৃত, স্থানান্তরিত ব্যক্তি এবং অবৈধ বাংলাদেশী অভিবাসীদের নাম চলতি এসআইআর প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যায়।

নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এসআইআর প্রক্রিয়া সম্পর্কিত অভিযোগগুলি সমাধানের জন্য জনসাধারণ, রাজনৈতিক দল এবং সংগঠনগুলির সাথে পরামর্শ শুরু করেছেন।

গতকাল, সিপিআই(এম) এবং কংগ্রেসের সদস্যরা তাদের উদ্বেগ প্রকাশ করার জন্য বিশেষ রোল পর্যবেক্ষকের সাথে দেখা করেছেন।