রাজ্যের দুই জেলায় আগামী দোসরা জানুয়ারি বিজেপির সভায় শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর অবকাশকালীন বেঞ্চ জানিয়েছেন, মালদার চাঁচোলে পরিবর্তন সংকল্প যাত্রায় সর্বোচ্চ ন’হাজার সমর্থক উপস্থিত থাকতে পারবেন। ৭০ টির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। এই সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিকে, কোচবিহারে সর্বোচ্চ তিন হাজার অংশগ্রহণকারীকে নিয়ে সভা করা যাবে বলে বিচারপতি জানিয়েছেন। লাউড স্পীকার ও মাইক্রোফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে বলেছে আদালত।