রাজ্যের জারি করা নতুন OBC বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ৩১শে জুলাই পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে বলে, দুই বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন।
আজ আদালতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং কেন্দ্রের আইনজীবি হিসেবে অতিরিক্ত সলিসিটার জেনারেল অশোক কুমার চক্রবর্তী শুনানিতে অংশ নেন। কেন্দ্রের বক্তব্য, অন্যান্য অনগ্রসর শ্রেণীর দুটি সম্প্রদায়ের মধ্যে যে পরিবর্তন করা হয়েছে, তার ফলে জনবিন্যাস বদলে যাচ্ছে। পালটা সওয়ালে রাজ্য জানায়, OBC সংক্রান্ত মূল মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানে সমীক্ষার কথা জানানো হয়েছে। কিন্তু, ১০ বছর অন্তর সমীক্ষার কথা থাকলেও, তা’ না হওয়ায় রাজ্যকে ভর্ৎসনার মুখে পড়তে হয়। এরপরই ১৪০ টি জনজাতিকে নিয়ে গঠিত নতুন বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। এর ফলে গত ৮’ই মে থেকে এখনো পর্যন্ত যতগুলি বিজ্ঞপ্তি রাজ্য সরকার জারি করেছে, তার সবগুলোর ওপর আগামী ৩১শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ থাকছে।
উল্লেখ্য, ২০১০ সালের পর তৈরী রাজ্যের সব OBC শংসাপত্র, কলকাতা হাইকোর্ট বাতিল করে দেয়। গত বছর ২২শে মে ওই নির্দেশ বহাল রাখে আদালত। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।