রাজ্যের চল্লিশ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দুই হাজারেরও অধিক প্রতিষ্ঠান কোথাও শিক্ষক শূন্য বা কোথাও মাত্র একজন করে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন বলে শিক্ষা দপ্তরের পোর্টালে জানানো হয়েছে। এই সব স্কুলগুলিতে মোট পড়ুয়ার সংখ্যা ৫০ হাজারের কাছাকাছি। কোন বিদ্যালয় যাতে শিক্ষক শূন্য না থাকে তার জন্য জেলাভিত্তিক যাচাই করে শিক্ষকদের বদলি করতে হবে বলে শিক্ষা দপ্তরের পক্ষ রাজ্যের প্রাথমিক বিদ্যালয় সংসদগুলিকে চিঠি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৯ সালের নিয়ম অনুয়ায়ী ৬০ জন পড়ুয়া পিছু কমপক্ষে দু-জন শিক্ষক রাখা বাধ্যতামূলক।