রাজ্যের খেলাধুলোর পরিকাঠামোকে উন্নত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানিয়েছেন, ফুটবল, মহিলা ফুটবল, ভলিবল,অ্যাথলেটিক্স, টেনিস, ব্যাডমিন্টন,সাঁতার, রাইফেল শ্যুটিং ও বাস্কেটবল প্রশিক্ষণ দিতে রাজ্যে স্পোর্টস অ্যাকাডেমি চালু হয়েছে। গড়ে উঠেছে ৮টি স্টেডিয়াম, ৪টি যুব হোস্টেল, ৬টি ইন্ডোর স্টেডিয়াম, ৭৬টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, ৪ হাজারের বেশি মাল্টি-জিম, ৬টি সুইমিং পুল এবং ৪২টি খেলার মাঠ। এর পাশাপাশি মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং-কে আর্থিক সহায়তা দিয়েছে রাজ্য।
Site Admin | August 17, 2025 9:15 AM
রাজ্যের খেলাধুলোর পরিকাঠামোকে উন্নত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন
