August 17, 2025 9:15 AM

printer

রাজ্যের খেলাধুলোর পরিকাঠামোকে উন্নত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন

রাজ্যের খেলাধুলোর পরিকাঠামোকে উন্নত করতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানিয়েছেন, ফুটবল, মহিলা ফুটবল, ভলিবল,অ্যাথলেটিক্স, টেনিস, ব্যাডমিন্টন,সাঁতার, রাইফেল শ্যুটিং ও বাস্কেটবল প্রশিক্ষণ দিতে রাজ্যে স্পোর্টস অ্যাকাডেমি চালু হয়েছে। গড়ে উঠেছে ৮টি স্টেডিয়াম, ৪টি যুব হোস্টেল, ৬টি ইন্ডোর স্টেডিয়াম, ৭৬টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, ৪ হাজারের বেশি মাল্টি-জিম, ৬টি সুইমিং পুল এবং ৪২টি খেলার মাঠ। এর পাশাপাশি মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিং-কে আর্থিক সহায়তা দিয়েছে রাজ্য। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।