রাজ্যের কোথাও ইচ্ছাকৃতভাবে বুথ লেভেল অফিসারদের মাধ্যমে শুনানির ভুল নোটিস পাঠানোর ঘটনা সামনে এলে কড়া পদক্ষেপ করা হবে বলে নির্বাচন কমিশন স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। কমিশন সূত্রে জানানো হয়েছে, যদি প্রমাণ মেলে যে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভোটারদের বিভ্রান্ত করতে বা প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য ভুল নোটিস পাঠানো হয়েছে, সে ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের পর্যন্ত করা হতে পারে।
নির্বাচন কমিশনের একাংশের বক্তব্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন একটি সংবেদনশীল ও আইনসিদ্ধ প্রক্রিয়া। সেখানে কোনও রকম অসৎ উদ্দেশ্য বা প্রশাসনিক গাফিলতি বরদাস্ত করা হবে না। তাই ভুল নোটিসের অভিযোগ এলে প্রতিটি ঘটনাই আলাদা করে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।