May 25, 2025 5:00 PM

printer

 রাজ্যের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

 রাজ্যের কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এজন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল। ভোট গ্রহণ করা হবে আগামী ১৯ জুন। ২৩ জুন ভোট গণনা। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই  ওই কেন্দ্রে নির্বাচনী আদর্শ আচরণ বিধি কার্যকর হচ্ছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী দোসরা জুন। তেসরা জুন মনোনয়ন পত্র গুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ৫ জুন।

 উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে কালীগঞ্জ আসনটি শূন্য হওয়ায় এই উপনির্বাচন হতে চলেছে।