রাজ্যসভায় পাঞ্জাবের একটি আসনে, উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। প্রার্থীপদ মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হচ্ছে আজ। মনোনয়নপত্র জমা নেওয়া চলবে ১৩ ই অক্টোবর পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে ১৪ ই অক্টোবর। প্রার্থীপদ প্রত্যাহারের শেষদিন ১৬ ই অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৪ শে অক্টোবর সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। নির্বাচন প্রক্রিয়া ২৮ অক্টোবরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত পয়লা জুলাই সঞ্জীব অরোরা পদত্যাগ করায় আসনটি খালি হয়।