রাজ্যসভায় আজ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট সংশোধনী বিল ২০২৫ অনুমোদিত হয়েছে। এই বিলে অসমের গুয়াহাটিতে একটি আইআইএম স্থাপনের প্রস্তাব রয়েছে। ৫৫৫ কোটি টাকা ব্যয়ে গুয়াহাটির প্রস্তাবিত এই আইআইএম-এ চলতি শিক্ষাবর্ষ থেকে পঠনপাঠন শুরু হবে। এই বিলটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছিল। বিলের পক্ষে আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার দেশের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি করতে চায়।
Site Admin | August 20, 2025 7:12 PM
রাজ্যসভায় আজ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট সংশোধনী বিল ২০২৫ অনুমোদিত হয়েছে।
