রাজ্যসভার প্রার্থী মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইনজীবী উজ্জ্বল নিকম, সমাজকর্মী সি সদানন্দ মাস্টার, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও ইতিহাসবিদ ডাঃ মীনাক্ষী জৈনকে শুভেচ্ছা জানিয়েছেন। একাধিক সামাজিক মাধ্যমের বার্তায় শ্রী মোদি বলেছেন, উজ্জ্বল নিকমের আইন ও সংবিধানের ক্ষেত্রে দায়বদ্ধতা দৃষ্টান্তস্বরূপ। তিনি শুধু একজন সফল আইন ব্যবসায়ীই নন, বহু বিখ্যাত মামলায় ন্যায়বিচারের স্বার্থে কাজ করেছেন। দীর্ঘ পেশাদার জীবনে তিনি সংবিধানের মূল্যবোধ তুলে ধরার চেষ্টা করেছেন, সেই সঙ্গে চেষ্টা করেছেন যাতে সাধারণ নাগরিক সন্মানের সঙ্গে জীবনধারনের সুযোগ পান। হর্ষবর্ধন শ্রিংলা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি একজন বুদ্ধিজীবী, কূটনীতিবিদ ও কূশলী চিন্তাবিদ।ভারতের বিদেশনীতি রূপায়ন ও সফলভাবে জি টোয়েন্টি সম্মেলন আয়োজন করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। সদানন্দননের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, অবিচারের প্রতি মাথা নীচু না করা ও সাহসের প্রতীক হিসাবে তিনি স্বীকৃতি অর্জন করেছেন। যুবসমাজের ক্ষমতায়ন ও তাঁদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন।মীনাক্ষী জৈন-এর প্রসঙ্গে তিনি বলেন,ডাঃ জৈন একজন সুপন্ডিত, ইতিহাসবিদ ও গবেষক।শিক্ষা,সাহিত্য ও রাষ্ট্র্ বিজ্ঞানে তাঁর অবদান সুবিদিত।
Site Admin | July 13, 2025 4:16 PM
রাজ্যসভার প্রার্থী মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চারজনকে শুভেচ্ছা জানিয়েছেন
