November 25, 2025 7:25 PM

printer

রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাক্রিশ্নন, আজ নতুন দিল্লির সংসদ ভবনে  সাইপ্রাসের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাক্রিশ্নন, আজ নতুন দিল্লির সংসদ ভবনে  সাইপ্রাসের এক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দলের নেতৃত্ব দেন সাইপ্রাসের প্রতিনিধিসভার প্রেসিডেন্ট আন্নিতা দেমেত্রিওউ। সামাজিক মাধ্যমে এক বার্তায়  শ্রী রাধাক্রিশ্নন বলেছেন, ভারত ও সাইপ্রাসের মধ্যে দীর্ঘ মেয়াদী  দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। ২ টি দেশের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করে তুলতে সংসদীয় আদান প্রদান বজায় রাখার প্রয়োজনীয়তার ওপরেও গুরুত্ব দেন তিনি। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।