রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আজ সংসদের উচ্চকক্ষে নির্বাচিত ২ জন ও মনোনীত ৩ জন সদস্যকে শপথবাক্য পাঠ করিয়েছেন। দুই নির্বাচিত সদস্য হলেন আসাম গণ পরিষদের বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ও বিজেপির কণাদ পুরকায়স্থ। অন্যদিকে, মনোনীত সদস্যরা হলেন ডঃ মীনাক্ষী জৈন, সি সদানন্দন মাস্টার ও হর্ষবর্ধন শ্রিংলা।
অধিবেশনের শুরুতেই রাজ্যসভায় আজ সদ্য প্রয়াত ৭ জন প্রাক্তন সদস্যকে শ্রদ্ধা জানানো হয়।