মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 7, 2025 9:44 PM

printer

রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়েই সংসদে আজ উপকূলীয় নৌ পরিবহণ বা কোস্টাল শিপিং বিল ২০২৫ পাশ হয়েছে।

রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়েই সংসদে আজ উপকূলীয় নৌ পরিবহণ বা কোস্টাল শিপিং বিল ২০২৫ পাশ হয়েছে। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। দেশের উপকূলীয় জলপথ দিয়ে পণ্য পরিবহনে যুক্ত জনযান নিয়ন্ত্রনের বিষয়টি এই বিলে রয়েছে। উপকূলে জাহাজ চলাচল, উপকূলীয় বাণিজ্যের অগ্রগতি এবং দেশীয় অংশগ্রহনকে উৎসাহিত করতে পুরোনো আইনে সংশোধন করা হয়েছে। এছাড়াও লাইসেন্স বা অনুমতি বিহীন জাহাজ চলাচল রুখতে জলযান আটক, মিথ্যা তথ্য দেওয়া বা মহানির্দেশকের নির্দেশ লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তিবিধানের সংস্থান রয়েছে এই বিলে। সংশ্লিষ্ট আইন চালু হওয়ার দু বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে দু বছরের মধ্যেজাতীয় উপকূল এবং অন্তর্দেশীয় নৌ পরিবহণ কৌশলগত পরিকল্পনা তৈরী করতে হবে।

সভায় বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় বন্দর,নৌ পরিবহণ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গৃহীত এই সংস্কারের ফলে দেশে উপকূল রেখার পূর্ণ ক্ষমতা বিকশিত হবে। ২০৩০ এর মধ্যে দেশের উপকূলের জলপথে পণ্য পরিবহনের ক্ষমতা ২৩ কোটি মেট্রিক টনে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়ক হবে এই বিল।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।