মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 31, 2025 7:58 AM

printer

রাজ্যসভায় অপারেশন সিন্দুর সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার ব্যাখ্যার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার পূর্ণ দৃঢ়তার সঙ্গে পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়া জানিয়েছে।

রাজ্যসভায় অপারেশন সিন্দুর সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার ব্যাখ্যার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার পূর্ণ দৃঢ়তার সঙ্গে পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার প্রতিক্রিয়া জানিয়েছে। উল্লেখ্য, এর আগে, রাজ্যসভায় অপারেশন সিন্দুর প্রসঙ্গে বিতর্কে ভাষণ দেওয়ার সময় সাংসদ জগৎ প্রকাশ নাড্ডা পূর্ববর্তী সরকার ও বর্তমান সরকারের মধ্যে তুলনা টেনে, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারতের রাজনৈতিক ইচ্ছাশক্তির জোরালো রূপান্তরের কথা তুলে ধরেন।

শ্রী নাড্ডা বলেছেন, অপারেশন সিন্দুর পরিকল্পনামাফিক নির্ভুলভাবে সম্পন্ন হয়েছিল। বাহাওয়ালপুর, শিয়ালকোট ও মুজাফফরাবাদ সহ মোট ৯টি সন্ত্রাসবাদী শিবির মাত্র ২২ মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছিল। পাশাপাশি, অপারেশন মহাদেব ও অপারেশন সিন্দুরের মাধ্যমে পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার মূল পরিকল্পনাকারীদের নিকেশ করা হয়েছে। তিনি আরও বলেন যে, লস্কর-ই-তৈয়বা, জেইএম ও হিজবুল মুজাহিদিন-এর মূল ঘাঁটিগুলি ধ্বংস করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক মহল ভারতের এই পদক্ষেপকে দৃঢ়ভাবে সমর্থন করেছে বলে উল্লেখ করে শ্রী নাড্ডা বলেন, পাহেলগাঁও হামলার পরে মোট ৬১ জন রাষ্ট্রপ্রধান ও বিদেশমন্ত্রী এই ঘটনার নিন্দা করেছিলেন। পাশাপাশি, ভারত এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের কাছে একটি প্রতিরক্ষা মডেল হিসেবে উঠে এসেছে বলেও তিনি মন্তব্য করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন