December 16, 2025 9:49 PM

printer

রাজ্যপাল সি ভি আনন্দ বোস, লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যুবভারতীতে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত সরকারী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছেন।

রাজ্যপাল সি ভি আনন্দ বোস, লিওনেল মেসির কলকাতা সফরকে ঘিরে যুবভারতীতে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত সরকারী দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছেন। লোকভবনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই ঘটনার পর থেকেই ক্ষুব্ধ ক্রীড়াপ্রেমীদের তরফে একাধিক অভিযোগ জমা পড়েছে। ক্রীড়ামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, যাঁরা ওই দিনের ব্যবস্থাপনায় কার্যত কর্তৃত্বের জায়গায় ছিলেনতাঁদের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। মেসিকে দেখতে না পাওয়ায় দর্শকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়া স্বাভাবিক। এ ক্ষেত্রে নিরপেক্ষ ও নির্বিঘ্ন ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে ক্রীড়ামন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকেই দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করা উচিত বলেও রাজ্যপাল মত প্রকাশ করেছেন।