রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ রাজ্যের লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে শপথ বাক্য পাঠ করান। কলকাতার লোক ভবনের সরদার প্যাটেল একতা হলে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মের
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব, রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, বিচারপতি ও বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা। লোকভবন সূত্রে জানানো হয়েছে, সংবিধান অনুযায়ী লোকায়ুক্ত পদে দায়িত্ব গ্রহণের পর বিচারপতি সামন্ত রাজ্যে আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন।
Site Admin | January 9, 2026 5:05 PM
রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ রাজ্যের লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে শপথ বাক্য পাঠ করান।