রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন সংশোধনী বিলে ছাড়পত্র দিয়েছেন। গত জুন মাসে রাজ্য বিধানসভায় ওই সংশোধনী পাস হয়। রাজ্যপালের সম্মতি মেলায় বিলটি এবার আইনে পরিণত হবে।
এতদিন পর্যন্ত রাজ্য সংখ্যালঘু কমিশনে এক জনই ভাইস-চেয়ারপার্সন থাকতেন। নতুন বিলে আইন সংশোধন করে দু’জন ভাইস-চেয়ারপার্সন রাখার সংস্থান রয়েছে। নবগঠিত সংখ্যালঘু কমিশনে ন’জন সদস্য, এক জন চেয়ারপার্সন, দু’জন ভাইস চেয়ারপার্সন থাকবেন। রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, বর্তমানে সংখ্যালঘু কমিশনের কাজের পরিধি অনেকটাই বেড়েছে। সে কারণেই কমিশনের পদাধিকারীর সংখ্যাও বাড়ানো হচ্ছে।