রাজ্যপাল সিভি আনন্দ বোস গতসন্ধ্যায় চণ্ডীগড় রাজভবনে হরিয়ানার রাজ্যপাল শ্রী অসীম কুমার ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে পশ্চিমবঙ্গের অভিবাসী শ্রমিকরা দেশের বিভিন্ন প্রান্তে যে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা বিশেষভাবে আলোচিত হয়। এই উপলক্ষে একটি আলোচনা সভায় অভিবাসী শ্রমিকদের সমস্যাবলি এবং তাদের শ্রমশক্তির সামগ্রিক চিত্র নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়। আলোচনা হয় সারা দেশে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারের পরিকল্পনা নিয়েও।