মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 16, 2025 9:59 PM

printer

রাজনৈতিক ছায়াছবি দ্য বেঙ্গল ফাইলস-এর ট্রেলার প্রকাশে বাধা দেওয়ার অভিযোগে শহরের এক পাঁচতারা হোটেলে আজ তীব্র উত্তেজনা তৈরি হয়।

রাজনৈতিক ছায়াছবি দ্য বেঙ্গল ফাইলস-এর ট্রেলার প্রকাশে বাধা দেওয়ার অভিযোগে শহরের এক পাঁচতারা হোটেলে আজ তীব্র উত্তেজনা তৈরি হয়।
ওই সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রীর অভিযোগ, ট্রেলার চলাকালীনই হোটেল কর্তৃপক্ষ তার কেটে প্রচার বন্ধ করে দেয়। অভিযোগ-পাল্টা অভিযোগ, দু-পক্ষের দীর্ঘ চাপান-উতোরের পর কলকাতা পুলিশ হোটেলে ঢুকে বিবেক অগ্নিহোত্রী-সহ দ্য বেঙ্গল ফাইলস-এর গোটা টিমকে সরিয়ে নিয়ে যায়।
ছবির পরিচালক হোটেলে দাঁড়িয়েই পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সত্যজিৎ রায়ের শহরে পরিচালকের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। রাজনৈতিক চাপে এই আচরণ করা হচ্ছে বলে তাঁর দাবি। যদিও হোটেল কর্তৃপক্ষ এই অভিযোগকে ভিত্তিহীন বলে খারিজ করে দিয়েছে। এর আগেও একবার প্রয়োজনীয় অনুমতি না থাকার কারণ দেখিয়ে বেঙ্গল ফাইলস ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠান বাতিল করা হয়।
কোন সুস্হ সমাজে এই ধরনের ঘটনা কাঙ্খিত নয় বলে রাজ্য বিজেপি সভাপতি সাংসদ শমীক ভট্টাচার্য জানিয়েছেন। এই ঘটনায় রাজ্যের উপর কালির দাগ লাগলো বলে মন্তব্য করেন তিনি। ১৬-ই আগস্টের মতো দুর্ভাগ্যপূর্ণ দিনকে জনমানসে ভুলিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।