রাজধানী ইসলামাবাদে পাক সরকারের বিরুদ্ধে বালুচ ইয়াকজেহতি কমিটি এর অবস্থান বিক্ষোভ আজ পঞ্চম দিনে প্রবেশ করেছে। বালুচিস্তানে জোর করে তুলে নিয়ে যাওয়া ব্যক্তিদের পরিবার এবং বেলুচিস্তান থেকে আটক বিওয়াইসি নেতাদের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে। গতকাল বিক্ষোভের চতুর্থ দিনে বিক্ষোভকারীরা অভিযোগ করেন যে পাক কর্তৃপক্ষ ইসলামাবাদ প্রেস ক্লাবের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়ে পরিবারগুলিকে বিক্ষোভস্থলে পৌঁছাতে বাধা দিয়েছে। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেছেন যে পরিবারগুলিকে জোরপূর্বক বালুচিস্তানে ফেরত পাঠানোর জন্য একটি বাসও বিক্ষোভস্থলে আনা হয়েছিল। বিক্ষোভকারীদের মধ্যে মহিলা, বয়স্ক মহিলা এবং শিশুরাও রয়েছেন।
Site Admin | July 20, 2025 2:52 PM
রাজধানী ইসলামাবাদে পাক সরকারের বিরুদ্ধে বালুচ ইয়াকজেহতি কমিটি এর অবস্থান বিক্ষোভ আজ পঞ্চম দিনে প্রবেশ করেছে।
