মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 30, 2025 7:19 AM

printer

রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের আইপিএল ক্রিকেটের  ফাইনালে পৌঁছেছে।

রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংসকে ৮ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে এবারের আইপিএল ক্রিকেটের  ফাইনালে পৌঁছেছে।

নিউ চন্ডিগড়ে গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ব্যাঙ্গালুরু টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায়। ১৪ ওভার ১ বলে ১০১ রানে পাঞ্জাব সব কটি উইকেট হারায়। মার্কাস স্টয়নিস ২৬ রান করেন। আরসিবির হয়ে সুয়াশ শর্মা, জশ হেজেলউড তিনটি করে উইকেট নেন।

জবাবে ব্যাঙ্গালুরু ২ উইকেট হারিয়ে ১০ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। ফিল সল্ট ৫৬ রানে অপরাজিত থাকেন। পাঞ্জাবের হয়ে কাইল জেমিসন ও মুশির খান উইকেট দুটি নেন।

সুয়াশ শর্মা ম্যাচের সেরা হয়েছেন।

এই নিয়ে চতুর্থবার আইপিএল এর ফাইনালে পৌঁছলো আরসিবি।

পাঞ্জাব কিংস ফাইনালে পৌঁছনোর আরেকটি সুযোগ পাবে। আগামী রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এলিমিনেটর এর বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে তারা।

সেই ম্যাচের জয়ী দল আগামী ৩ রা জুন ফাইনালে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর  মুখোমুখি হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।