রবীন্দ্র সরোবর লাগোয়া এলাকায় ক্রিকেট খেলা ও অনুশীলন চলবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ এনিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে ওই বিষয়ে রাজ্যের কাছে হলফনামা চেয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
রবীন্দ্র সরোবরের ৯৮ কাঠা জমিতে ক্রিকেট অনুশীলনের জন্য একটি সংস্থাকে ব্যবহার করার অনুমতি দেয় কেএমডিএ। গাছ কাটার অভিযোগও ওঠে। এর ফলে পরিবেশ নষ্টের অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের করে সবুজ মঞ্চ নামে একটি সংগঠন। ২৫ জুলাই মামলার পরবর্তী শুনানি।
 
									 
		 
									 
									 
									