মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 8, 2025 9:42 PM

printer

রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর প্রতিবাদে বিজেপি আজ কলকাতায় আইসিসিআর-এর সামনে বিক্ষোভ দেখায়। উপস্থিত ছিলেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর প্রতিবাদে বিজেপি আজ কলকাতায় আইসিসিআর-এর সামনে বিক্ষোভ দেখায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে মিছিল করে রবীন্দ্র সদনে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিতে গেলে রবীন্দ্র সদনের প্রবেশপথে তালা লাগিয়ে রাখা হয়। সেই সময় বিরোধী দলনেতা সহ বিজেপি কর্মীরা প্রবেশ পথের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। শ্রী অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশ্বকবির এই অসম্মান বরদাস্ত করা হবে না। রাজ্যে জামাতের সরকার চলছে। তাই বাংলাদেশের মতো এখানেও একই ঘটনা ঘটছে। তা সত্ত্বেও অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা হয়নি, মুখ্যমন্ত্রী এবিষয়ে কোন বিবৃতি দেননি এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তাদের অবস্থান জানায়নি। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল বিজেপি রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে।