মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 16, 2024 6:04 PM

printer

ডিএ ও রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির অনুমোদন দিয়েছে সরকার।

২০২৫-‘২৬ মরশুমে রবি শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ালো কেন্দ্রীয় সরকার। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিততে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন, সরষে ও রেপসিডের সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ৩০০ টাকা, মসুর ডাল ২৭৫ টাকা, গম ১৫০ টাকা বাড়ানো হয়েছে। 

দীপাবলীর আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করল সরকার। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এই মহার্ঘভাতা বৃদ্ধির ফলে ৪৯ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৪ লাখ পেনশনভোগী উপকৃত হবেন। ১ জুলাই থেকে বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হবে।

কেন্দ্রীয় মন্ত্রীসভার সিদ্ধান্তে, সরকার ২০২৫-২৬ সালের রবি বিপণন মরশুমে ৬টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের বিজ্ঞপ্তি জারি করেছে।

উত্তরপ্রদেশে গঙ্গার ওপর একটি নতুন রেল কাম রোড ব্রিজ নির্মাণ ও বারাণসি থেকে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মাল্টি ট্রাকিং প্রকল্পের নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের জন্য ২৬৪২ কোটি টাকা খরচ হতে পারে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।