রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাত ১১ টা ৪৫ মিনিট থেকে আগামীকাল (14.11.2025) ভোর রাত সাড়ে তিনটে পর্যন্ত মোট ২২৫ মিনিট শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মধ্যে এক নম্বর ব্রিজের ৫ নম্বর লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে আজ (13.11.2025) 32249 শিয়ালদা – ডানকুনি লোকাল, 32252 ডানকুনি – শিয়ালদা লোকাল , 31447 শিয়ালদা – নৈহাটি লোকাল, 31450 নৈহাটি – শিয়ালদা লোকাল বাতিল থাকবে। এছাড়া, আজ 31542 শান্তিপুর – শিয়ালদা লোকাল ব্যারাকপুর স্টেশনে যাত্রা সংক্ষিপ্ত করবে। এবং আগামীকাল ( 14.11.2025) 31511 শিয়ালদা – শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে। আগামীকাল ( 14.11.2025) 53171 শিয়ালদা – লালগোলা প্যাসেঞ্জার ভোর ৩ টে ৪৫ মিনিটের পরিবর্তে চারটে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে বলে রেল সূত্রের খবর।
Site Admin | November 13, 2025 10:49 AM
রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাত ১১ টা ৪৫ মিনিট থেকে আগামীকাল (14.11.2025) ভোর রাত সাড়ে তিনটে পর্যন্ত মোট ২২৫ মিনিট শিয়ালদা ও বিধাননগর স্টেশনের মধ্যে এক নম্বর ব্রিজের ৫ নম্বর লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে।