September 19, 2025 10:45 PM

printer

যোগ্য স্থায়ী সরকারি কর্মী থাকা সত্ত্বেও তৃণমূল  কংগ্রেসের নেতাদের বিএলও পদে নিয়োগ করা হচ্ছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।  

যোগ্য স্থায়ী সরকারি কর্মী থাকা সত্ত্বেও তৃণমূল  কংগ্রেসের নেতাদের বিএলও পদে নিয়োগ করা হচ্ছে বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ।  

মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন বিরোধী দলনেতা কমিশনের কাছে সরকারি ভাবে অভিযোগ জমা না দিলেও এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তা তাঁদের গোচরে এসেছে। তার ভিত্তিতেই জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণ হলে নিয়মমাফিক ব্যবস্থা নেওয়া হবে।