যে সমস্ত বিধানসভা কেন্দ্রে এখনও ই আর ও বা এ ই আর ও নেই, সেখানে দ্রুত তাদের নিয়োগ করার ব্যাপারে নির্বাচন কমিশন, রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের, মুখ্যসচিব মনোজ পন্থ-কে লেখা ওই চিঠির প্রেক্ষিতে গতকাল নবান্নে সব জেলাশাসকদের সঙ্গে ভার্চূয়াল বৈঠক করেন মুখ্যসচিব।
আগামীকালের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।
এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশে নথিভুক্ত অথচ স্বীকৃতিহীন রাজনৈতিক দলগুলিকে শুনানির জন্য তলব করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আগামীকাল ১২ টি এ’ধরনের রাজনৈতিক দলকে শুনানিতে ডাকা হয়েছে। মূলত নির্বাচন কমিশনের খাতায় নথিভুক্ত অথচ দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় এই রাজনৈতিক দলগুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।