যুব মন্ত্রকের অধীনস্ত ‘মাই ভারত’ মঞ্চের তরফে আজ ‘স্কুল অফ আল্টিমেট লিডারশিপ ফাউন্ডেশন’-এর সাথে জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যুব নেতৃত্ব উন্নয়নে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক ‘MoU’ স্বাক্ষর করেছে।
শাসন, জননীতি, সামাজিক উদ্যোগ, ডিজিটাল সাক্ষরতা, আর্থিক সাক্ষরতা এবং অন্যান্য ক্ষেত্রে যৌথ কর্মসূচির মাধ্যমে ভারত জুড়ে ১৮ থেকে ২৯ বছর বয়সী এক লক্ষ যুব নেতৃত্ব তৈরি করার লক্ষ্যে আগামী মাস থেকে এই MoU কার্যকারী করা হবে।
দেশের সর্বস্তর থেকে এই প্রকল্পে অংশগ্রহণকারীগণ আগামীতে গ্রাম, নগর, উপজাতি, মহিলা এবং প্রান্তিক সম্প্রদায়ের মধ্যে প্রতিনিধিত্ব নিশ্চিত করবে।