December 16, 2025 10:09 PM

printer

যুবভারতী ক্রীড়াঙ্গণে, লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের পাঠানো পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গ্রহণ করেছেন।

যুবভারতী ক্রীড়াঙ্গণে, লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের পাঠানো পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গ্রহণ করেছেন। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন।

ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর আপাতত মুখ্যমন্ত্রী সামলাবেন।

এদিকে, ক্রীড়া দপ্তরের পাশাপাশি অরূপ বিশ্বাস বিদ্যুত্ দপ্তরেরও মন্ত্রী। আজকের এই অব্যাহতি শুধুমাত্র ক্রীড়া দপ্তর থেকেই চাওয়া হয়েছে। এরফলে সংশ্লিষ্ট পদ থেকে ইস্তফা পত্র গৃহীত হলেও মন্ত্রিসভায় থাকছেন অরূপ।   

উল্লেখ্য, গত শনিবার মেসির অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী সহ বিভিন্ন সরকারি আধিকারিক ও তাঁদের পরিবারের ভিড়ের জন্যই কয়েক হাজার টাকা দিয়ে টিকিট কিনতে আসা দর্শকরা মেসিকে দেখতে পাননি বলে অভিযোগ ওঠে। এরপরই মাঠে উপস্থিত দর্শকরা ক্ষোভে ফেটে পড়েন। মাঠ জুড়ে শুরু হয় চরম বিশৃঙ্খলা। মুখ্যমন্ত্রী সেদিনই এই ঘটনার তদন্তের জন্য প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে কমিটি গঠন করেছিলেন।