যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট সংলগ্ন ঝিলপাড়ে ইংরেজী বিভাগের স্নাতকস্তরে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ আজ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তবে, ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্হা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । দুর্গাপুর এন আই টি-র একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, যাদবপুর একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, এখানে পরপর পড়ুয়া মৃত্যুর ঘটনা যথেষ্ট চিন্তার কারণ।