June 19, 2025 9:22 PM

printer

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ কতদুর কার্যকর করা হয়েছে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ  নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের আগের নির্দেশ কতদুর কার্যকর করা হয়েছে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ এদিন বিশ্ববিদ্যালয়কে এই নির্দেশ দেয়।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝামেলার ঘটনার পর কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে বহিরাগতদের নিয়ে যেকোনো অনুষ্ঠানের আয়োজন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।