যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের দেহ উদ্ধারের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। এই ঘটনায় স্বতঃপ্রনোদিত মামলা গ্রহণ করে কমিশনের চেয়ার পার্সন বিজয়া রাহাতকর, নগরপাল মনোজ ভার্মাকে চিঠি দিয়ে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য বিস্তারিত তথ্য সহ ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে চার নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি ছাত্র সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন বেলঘরিয়ার বাসিন্দা ওই ছাত্রী কোনোভাবে ঝিলের জলে পড়ে যান। বেশ কিছুক্ষণ পর উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।