May 24, 2025 8:28 AM

printer

যাদবপুর বিশ্ববিদ্যালয় গত ২১ মে  এক সংশোধিত নতুন বিজ্ঞপ্তি জারি করে  ABC বা  ( Academic Bank of Credits) কে ঐচ্ছিক করার কথা  ঘোষণা করেছে।  

যাদবপুর বিশ্ববিদ্যালয় গত ২১ মে  এক সংশোধিত নতুন বিজ্ঞপ্তি জারি করে  ABC বা  ( Academic Bank of Credits) কে ঐচ্ছিক করার কথা  ঘোষণা করেছে।   এর ফলে, ABC আইডি না থাকলেও পড়ুয়ারা পরীক্ষায় বসতে পারবে ।  

অধ্যাপক সংগঠন ABUTA দাবি করেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন  এই বিজ্ঞপ্তির  মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বীকার করে নিল   এবিসি তে নাম নথিভুক্ত করা সম্পূর্ন ঐচ্ছিক এবং  সম্মতি ( informed consent) নির্ভর। তাদের আন্দোলনের চাপে  বিশ্ববিদ্যালয় প্রশাসন  গত ৭ ই  এপ্রিল যে  বিজ্ঞপ্তি জারি করেছিল তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এই দাবি করে ABUTA র সাধারণ সম্পাদক গৌতম মাইতি বলেন এর ফলে  বিশ্ববিদ্যালয় প্রশাসনের জাতীয় শিক্ষানীতি অবাধে চালু করার প্রচেষ্টা ধাক্কা খেয়েছে। তার দাবী ,  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার ফর্ম ও অ্যাডমিট কার্ডকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করে পড়ুয়াদের ABCতে নিবন্ধনে বাধ্য করেছিল – যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। ABC চালু  করার ক্ষেত্রে  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো নিয়ম সংগত অনুমোদন ছিল না।

অন্যদিকে, ছাত্র সংগঠন AIDSO,  একে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের বিরুদ্ধে চলমান আন্দোলনের আংশিক জয় বলে দাবি করেছে। গতকাল এক বিবৃতিতে সংগঠনের তরফে এই দাবি করে বলা হয় যে দেশ জুড়ে জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার নানা পন্থা অবলম্বন করেছে। তারই ফলস্বরূপ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবিসি কে বাধ্যতামূলক ঘোষণা করে গত ৭ এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে।  তার প্রতিবাদে AIDSO যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ডেপুটেশন দেয়।  

উল্লেখ্য,  গত ৭ এপ্রিল যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিজ্ঞপ্তি জারি করে ABC আইডি ছাড়া কোনো পড়ুয়া সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ বা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে না। কিন্তু UGC র সংশ্লিষ্ট রেগুলেশন অনুসারে ABC তে নাম নথিভুক্ত করা সম্পূর্ন ঐচ্ছিক। EC বা কোর্টের সম্মতি, পড়ুয়াদের জন্য Grivance Redress Cell এমনকি সুনির্দিষ্ট কোনো অফিসিয়াল নোটিফিকেশন ছিল না বলেও তার অভিযোগ।