যাত্রী স্বাছন্দ্য বাড়াতে ভারতীয় রেল ২০২৩-২৪ আর্থিক বর্ষে প্রায় ৬০ হাজার কোটি টাকারও বেশি ভর্তুকি প্রদান করেছে। লোকসভায় এক প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্ন, এই ভর্তুকির পরিমাণ যাত্রীদের মোট খরচের প্রায় ৪৫ শতাংশ। ভারতীয় রেলের ভাড়া সারা পৃথিবীর মধ্যে সব থেকে সস্তা বলে তিনি মন্তব্য করেন। প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থাই সবথেকে ভালো কাজ করছে বলেও জানান শ্রী বৈশ্ন।
সরকারের নানা কর্মসূচির ফলে, রেলপথে ফ্রেট পরিবহণের মাত্রা ২০২০-২১ সালে ১২৩ কোটি ৩০ লক্ষ মেট্রিক টন থেকে বেড়ে, গত আর্থিক বর্ষে ১৬১ কোটি ৭০ লক্ষ মেট্রিক টন হয়েছে, যা সারাবিশ্বে দ্বিতীয় বৃহত্তম ফ্রেট পরিবহণ।