যাত্রী সুবিধার্থে মেট্রো রেল, স্মার্ট কার্ডের মেয়াদ বৃদ্ধি সহ কার্ডের মাশুল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে স্মার্ট কার্ড রিচার্জ করলে, তার মেয়াদ হবে ১০ বছর। আগে এই সময়সীমা ছিল এক বছর। নতুন স্মার্ট কার্ড কিনলে সিকিউরিটি ডিপোজিটের অর্থ ৮০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। মেট্রোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেড়শো টাকার বদলে আগামীকাল থেকেই একশো টাকা দিয়ে স্মার্ট কার্ড পাওয়া যাবে। পুরনো কার্ডের ক্ষেত্রেও আগামীকাল বা তারপর রিচার্জ করলেও, তার মেয়াদ হবে ১০ বছর।
উল্লেখ্য, চলতি মাসে ৫০ হাজার স্মার্ট কার্ড বিক্রী হয়েছে বলে মেট্রো রেল কতৃপক্ষ জানিয়েছে।