যাত্রী পরিষেবার উন্নতির লক্ষে কলকাতা মেট্রোর গ্রীণ লাইন শাখায় আগামীকাল থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। এই শাখায় সোম থেকে শুক্র, আপ ও ডাউন মিলিয়ে ২২৬-টির পরিবর্তে ২২৮-টি ট্রেন চলবে। শনিবার ২০২-টির পরিবর্তে ২০৪-টি এবং রবিবার ১০৪-টির পরিবর্তে ১০৮-টি ট্রেন চালানো হবে। নতুন সূচিতে আগামীকাল থেকে প্রতিদিন হাওড়া ময়দানে রাত ১০.০৫ মিনিটে মেট্রো পরিষেবা পাওয়া যাবে, যা সেন্ট্রাল পার্ক স্টেশন পর্যন্ত যাবে। প্রতি রবিবার সকাল ৯-টায় সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান পর্যন্ত নতুন পরিষেবা শুরু হচ্ছে।
এই শাখায় প্রতিদিন প্রথম পরিষেবা সকাল সাড়ে ৬-টার পরিবর্তে সকাল ৬-টা ৪৫ মিনিট থেকে শুরু হবে।