December 26, 2025 9:43 PM

printer

যাত্রী পরিবহনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেল ২০৩০-এর মধ্যে বড় শহরে রেলের পরিবহনক্ষমতা দ্বিগুণ বাড়ানোর পরিকল্পনা

যাত্রী পরিবহনের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেল ২০৩০-এর মধ্যে ৪৮ টি বড় শহরে রেলের পরিবহনক্ষমতা দ্বিগুণ বাড়ানোর পরিকল্পনা করেছে।এই শহরগুলির মধ্যে রয়েছে, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, পাটনা, ভূপাল এবং পুরী। রেল মন্ত্রক বলেছে,প্রতিদিন যে হারে টিকিটের চাহিদা বাড়ছে তাতে সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন।রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার প্রতিটি আঞ্চলের জেনারেল ম্যানেজারকে চিঠি লিখে অবিলম্বে যাত্রী পরিবহন ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা নিতে বলেছেন।ওই চিঠিতে নতুন টার্মিনাল তৈরির জন্য জায়গা নির্বাচন করার কথাও বলা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।