যাত্রীদের সুবিধার্থে 22895/22896 হাওড়া – পুরী – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এখন থেকে ১৬টি কোচের পরিবর্তে ২০টি কোচ নিয়ে যাত্রা করবে। গতকাল থেকেই এই পরিবর্তন কার্যকর হয়েছে। ২০টি কোচের মধ্যে দুটি এক্সিকিউটিভ ক্লাস ও ১৮টি AC চেয়ার কার কোচ থাকছে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর।
Site Admin | May 17, 2025 11:35 AM
যাত্রীদের সুবিধার্থে 22895/22896 হাওড়া – পুরী – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে কোচের সংখ্যা বেড়ে ২০টি।
