January 22, 2026 10:03 AM

printer

যাত্রীদের সুবিধার্থে পূর্ব ও উত্তরপূর্ব সীমান্ত রেলের বেশ কিছু মেল / এক্সপ্রেস ট্রেনের কয়েকটি স্টপেজ বৃদ্ধি করা হচ্ছে।

যাত্রীদের সুবিধার্থে পূর্ব ও উত্তরপূর্ব সীমান্ত রেলের বেশ কিছু মেল / এক্সপ্রেস ট্রেনের কয়েকটি স্টপেজ বৃদ্ধি করা হচ্ছে। আজ ( 22.01.26) থেকে 13145 কলকাতা – রাধিকাপুর এক্সপ্রেস ধুলিয়ান গঙ্গা ও নিমতিতা, 13163 শিয়ালদা – Saharsa এক্সপ্রেস ধূলিয়ান গঙ্গা, 15644 কামাখ্যা – পুরী এক্সপ্রেস জঙ্গিপুর রোড, 13064 বালুরঘাট – হাওড়া এক্সপ্রেস জঙ্গিপুর রোড, নিমতিতা, 13033 হাওড়া – কাটিহার এক্সপ্রেস মনিগ্রাম, 13146 রাধিকাপুর – কলকাতা এক্সপ্রেস নিমতিতা ও 12517 কলকাতা – গুয়াহাটি এক্সপ্রেস নিমতিতা স্টেশনে থামবে। আগামীকাল ( 23.06.26)থেকে 13164 Saharsa – শিয়ালদা এক্সপ্রেস ধুলিয়ান গঙ্গা, 13063 হাওড়া – বালুরঘাট এক্সপ্রেস, 15722 নিউ জলপাইগুড়ি – দিঘা এক্সপ্রেস জঙ্গিপুর রোড ও নিমতিতা, 13034 কাটিহার – হাওড়া এক্সপ্রেস মহিপাল রোড, 13465 হাওড়া – মালদা টাউন এক্সপ্রেস, 13466 মালদা টাউন – হাওড়া এক্সপ্রেস মনিগ্রাম স্টেশনে থামবে। আগামী ২৪ জানুয়ারি থেকে 15643 পুরী – কামাখ্যা এক্সপ্রেস জঙ্গিপুর রোড, 15721 দিঘা – নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস জঙ্গিপুর রোড, নিমতিতা এবং 12518 গুয়াহাটি – কলকাতা এক্সপ্রেস নিমতিতা স্টেশনে থামবে বলে রেল সূত্রের খবর।