মৎস্য, পশুপালন এবং দুগ্ধ বিষয়ক মন্ত্রী রাজীব রঞ্জন সিং আগামীকাল ত্রিপুরার কৈলাশহরে অবস্থিত ইন্টিগ্রেটেড অ্যাকুয়াপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগরতলায় এক দিনব্যাপী মৎস্য উৎসবেরও উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা– PMMSY-এর আওতায় ৪২ কোটি ৪ লক্ষ টাকা বিনিয়োগে এই ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্ক তৈরি করা হচ্ছে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, অনুষ্ঠানে মৎস্যচাষিদের মধ্যে কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হবে।
Site Admin | May 17, 2025 6:32 PM
মৎস্য, পশুপালন এবং দুগ্ধ বিষয়ক মন্ত্রী রাজীব রঞ্জন সিং আগামীকাল ত্রিপুরার কৈলাশহরে অবস্থিত ইন্টিগ্রেটেড অ্যাকুয়াপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
