ম্যাপিং এন্ড ম্যাচিং এর পরে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নির্বাচন কমিশন বর্তমান তালিকায় এখনও পর্যন্ত রাজ্যের দুই কোটি ৪৫ লক্ষ ৭১ হাজার ১১৪ জন ভোটারের তথ্যগত মিল পেয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গিয়েছে। তালিকায় যাদের নামে মিল রয়েছে আজ থেকে শুরু হওয়া এনুমারেশন ফর্ম পূরনের ক্ষেত্রে তাদের কোন নথি জমা দেওয়ার প্রয়োজন নেই বলে জানা গিয়েছে।
এইদিকে এস আই আর নিয়ে বুথ লেভেল আধিকারিকদের কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল আগামীকাল তিন দিনের সফরে রাজ্যে আসছেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। তারা এই সফরে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের এস আই আর সংক্রান্ত কাজ খতিয়ে দেখবেন।